শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সহসা কমছে না বৃষ্টিপাত!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১৭:৫১

সহসা কমছে না বৃষ্টিপাত!

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৩ জুন) সকালে দিনের শুরুতে রাজধানীতে কিছুক্ষণ রোদের ঝলকানি ছিল। তবে সকাল ৮টার দিকে হঠাৎ আকাশ কালো করে আসে ভারি বৃষ্টি। এর পর থেকে চলছে থেমে থেমে বৃষ্টিপাত। এর আগে গতকাল মঙ্গলবার ভোর থেকেই রাজধানীসহ সারা দেশে বিরামহীন বৃষ্টিপাত হয়। কখনো প্রবল বর্ষণ, আবার কখনো ঝিরঝির বৃষ্টি ছিল। তবে রাজধানীতে দুপুরের পর থেকে বৃষ্টি কমে আসে।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়, ৯৭ মিলিমিটার।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top