চ্যাম্পিয়নস লিগে দ্রুততম গোল করেও হারলো জুভেন্টাস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩৩
উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাত্র ৩২ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়ে জুভেন্টাস। কিন্তু এই রেকর্ডের ম্যাচটি জিততে পারেনি ইতালির ক্লাবটি। সার্বিয়ান স্ট্রাইকার দুসান লাজোভিচের রঙিন অভিষেক তাই শেষ অবধি হয়ে গেছে বিবর্ণ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটিতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্তাস। ঘড়ির কাঁটায় ম্যাচের সময় যখন মাত্র ৩২ সেকেন্ড। এ সময় মাঝমাঠ থেকে দানিলোর লম্বা পাস বক্সের মধ্যে পেয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই দূরের পোস্ট দিয়ে জালে জড়ান দুসান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।
বিরতির পর সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ভিয়ারিয়াল। ৬৬ মিনিটে সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার দানি পারেজো। অবশ্য ৮৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি জুভেন্টাসকে জেতানোর সুযোগ পেয়েছিলেন দুসান। কিন্তু তার নেওয়া দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক। তাতে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।