রাশিয়া-ইউক্রেন সংঘাতে অনিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০১:১২
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। এরই মধ্যে ইউক্রেনের ডনবাস অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে যুদ্ধ লাগায় সব ক্ষেত্রের মতে এর প্রভাব ক্রীড়াঙ্গনও পড়বে। কেননা বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা রয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে।
২৮ মে জমজমাট ফাইনালটি হওয়ার কথা রয়েছে। তবে অঞ্চলটিতে যুদ্ধের দামামায় এবার আশঙ্কা জেগেছে ফাইনাল আয়োজন নিয়ে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি। সেন্ট পিটার্সবার্গ থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। এমনও শোনা যাচ্ছে সেন্ট পিটার্সবার্গ থেকে লন্ডন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফাইনাল।
তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি উয়েফা। এখনই ফাইনাল সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে উয়েফা। তারপর সিদ্ধান্ত নেবে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।