বার্সেলোনার অবস্থা শোচনীয়: ভিদাল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২০, ১৪:২৪

টিম বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক। নিউজফ্ল্যাশ৭১.কম

 

ক্লাব ফুটবলে বিশ্বকে নেতৃত্ব দেয়া বার্সেলোনার সোনালী দিনগুলো ফিকে হয়ে আসছে ক্রমেই। সবশেষ ক্লাবটি থেকে আর্জেন্টাইন বিশ্ব তারকা ফুটবলার লিওনেল মেসির সরে দাড়ানোর ঘোষণা আরো জোড়ালো করেছে। মেসির ক্লাব ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর মেসির দুই বন্ধু লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদাল নানাভাবে বুঝিয়েছেন, মেসির সিদ্ধান্তের প্রতি তাদের শতভাগ সমর্থন রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা তেরচেরা’ কে দেওয়া সাক্ষাৎকারে ভিদালের কথায় দলের ক্ষতগুলোই বেশি প্রকাশ পেয়েছে।

তার মতে, বার্সেলোনার মন-মানসিকতা এখন আর শীর্ষ ক্লাবের মতো নেই। ‘বার্সেলোনা এমন কিছু কাজ করেছে যা শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবের সঙ্গে যায় না। এটা প্রথমে বোঝা যায় না। তখনই বোঝা যায় যখন কোনো ভালো দলের বিপক্ষে আমাদের খেলা পড়ে, এমন একটা দলের বিপক্ষে খেলা হয় যাদের জেতার মানসিকতা আছে, যাদের ম্যাচ জেতার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে।’

সাক্ষাৎকারে ভিদাল ক্লাবটির নৈতিক এবং কাঠামোগত অধ:পতনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ‘আপনি যদি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তাহলে আপনার ওপর এর একটা প্রভাব পড়বেই। যা আমাদের সঙ্গে হয়েছে। বার্সেলোনা যেভাবে ফুটবল নিয়ে চিন্তা করে, সেটা বদলাতে হবে। কারণ এর মধ্যে ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। শুধু ডিএনএ’র ওপর ভরসা করলে চলবে না। অন্যান্য ক্লাবগুলো এটা ছাড়াও অনেক দিক দিয়ে উন্নত হচ্ছে। ফুটবল এখন অনেক বেশি শারীরিক খেলা, গতি ও শক্তির ওপর অনেক বেশি নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে শুধু টেকনিক্যাল সামর্থ্যের ওপর ভরসা করলে চলে না। বার্সেলোনাকে এমন অনেক কিছু পরিবর্তন করতে হবে।’

সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা, ইতালির ক্লাব নাপোলির বিপক্ষে। ম্যাচটিতে মাত্র ১৩ জন সিনিয়র খেলোয়াড় ফিট ছিলেন। ফলে যুবদল থেকে খেলোয়াড় এনে স্কোয়াড গড়তে হয়েছিল কোচ কিকে সেতিয়েনকে। কোনো বড় ক্লাব এভাবে চলতে পারেনা উল্লেখ করে ভিদাল বলেন- ‘একটা বিশ্বমানের ক্লাবের কখনই ১৩ জন পেশাদার খেলোয়াড়, আর বাকি সব যুবদলের খেলোয়াড় থাকতে পারে না। ব্যাপারটা এমন নয় যে যুবদলের খেলোয়াড়দের সামর্থ্য নেই দলে থাকার, ব্যাপারটা হলো বিশ্বের সেরা ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এর চেয়ে ভালো স্কোয়াডের দরকার। প্রতি ক্লাবেরই ২৩ জন করে আছে মূল স্কোয়াডে। সবাই নিয়মিত উন্নতি করছে। ভালো করছে। কিন্তু আপনি যখন উন্নতি করবেন না, তখন শুধু ডিএনএ’র ওপর ভরসা করলে চলবে না। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়।’

নিউজফ্ল্যাশ৭১
Messi

মেসি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভিদাল জানান, মেসি নি:সন্দেহে একজন বিশ্বে ফুটবলে মেসির ধারে কাছে কেউ নেই। কিন্তু দিন শেষে দল হিসেবে ভালো করার জন্য মেসির আশপাশে ভালো খেলোয়াড় থাকা উচিত। ‘আমাদের ক্লাবে অনেক ভালো খেলোয়াড় আছে। আমাদের দলে ভিনগ্রহের এক খেলোয়াড় আছে। কিন্তু তারও সাহায্য লাগে। ওর সঙ্গে খেলানোর জন্য বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড় লাগবে যারা দলকে উন্নত করতে পারে ও ভালো ফলাফল নিয়ে আসতে পারে।’

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top