পেনাল্টি মিসে ড্রয়ের চক্করে স্পেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ জুন ২০২১, ২১:১১

পেনাল্টি মিসে ড্রয়ের চক্করে স্পেন

আবারো ড্রয়ের চক্করে স্পেন। প্রথম ম্যাচে সুইডনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর পোল্যান্ডের সঙ্গেও ১-১ গোলে ম্যাচ ড্র করেছে তারা। যদিও এই ম্যাচে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল লুইস এনরিকের শিষ্যদের সামনে।

এই ২ ম্যাচের ড্র থেকে স্পেনের সংগ্রহ ২ পয়েন্ট। ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। নকআউট পর্বে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

শনিবার রাতে ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় স্পেন। এ সময় ডান দিক দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন জেরার্ড মরেনো। এরপর বল বাড়িয়ে দেন গোলপোস্টের সামনে থাকা আলভারো মোরাতাকে। আনমার্ক মোরাতা বল পেয়েই আলতো টোকায় জালে জড়ান।

বিরতির পর কামিল জজউইয়াকের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে মাথা লাগিয়ে বল জাল পাঠান অধিনায়ক রবার্ত লেভানডোফস্কি। এতে ৫৪ মিনিটে সমতা ফেরায় পোল্যান্ড।

অবশ্য, ৫৮ মিনিটে পেনাল্টি কিক নেন মরেনো। তার নেওয়া কিক বাম পাশের পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। ফিরে আসা বলে মোরাতা কিক নিলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এই মিসের আফসোসের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top