ডেঙ্গু জ্বর ও করোনার লক্ষণ এক, পার্থক্য কোথায়?

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০০:৪৫

ডেঙ্গু জ্বর ও করোনার লক্ষণ এক, পার্থক্য কোথায়?

ডেঙ্গু জ্বর ও করোনার লক্ষণ এক, পার্থক্য কোথায়?

বাংলাদেশে করোনাভাইরাসের সাথে পাল্লা দিয়ে যেন বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরের প্রভাব। যদিও এখনো পর্যন্ত ঢাকা শহরের মধ্যেই এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। মশা নিধনের কার্যক্রম জোরদার করতে না পারলে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করতে পারে বলে আশংকা করছেন চিকিৎসকরা।

জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব বেশি দেখা যায় বাংলাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসেবে দেখা যাচ্ছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১৫১ জন রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসকরা বলছেন, একজন ব্যক্তি একই সাথে কোভিড১৯ এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন।

লক্ষণ এক হলেও পার্থক্য রয়েছে এই দুই রোগের মধ্যে। চিকিৎসকরা বলছেন, কিছু লক্ষণ এবং উপসর্গ আছে যেগুলা শুরুর দিকে ডেঙ্গুজ্বর এবং কোভিড১৯-এর ক্ষেত্রে একই রকম। সেক্ষেত্রে অনেক রোগীকে একসাথে ডেঙ্গু জ্বর এবং কোভিড১৯ - দুটোর পরীক্ষা করা হচ্ছে।

ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক শর্মিলা হুদা বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগীর জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা এবং চোখের পেছনে ব্যথা থাকে।

তিনি আরো বলেন, সাধারণত এ ধরণের লক্ষণ থাকলে হাসপাতালে ভর্তি করানো হয়না, কারণ হাসপাতালগুলো এখন কোভিড রোগীতে পরিপূর্ণ। তবে পরিস্থিতি যদি জটিলতার ইঙ্গিত দেয় তাহলে হাসপাতালে ভর্তি হতেই হবে। সেক্ষেত্রে অন্য কোন বিকল্প নেই।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top