বাংলাদেশ মাতৃদুগ্ধ পানে বিশ্বে প্রথম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২১, ২১:৫৫
শিশুদের বুকের দুধ পান করতে মায়েদের সাহায্য করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) নামে একটি সংস্থার রিপোর্টে বলা হয়, বিশ্বের ৯৮টি দেশের মধ্যে এই শিরোপা পেয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে সংস্থাটি জানায়, মোট ১০টি বিষয়ের ওপরে ভিত্তি করে এর নম্বর নির্ণয় করা হয়ে থাকে। বাংলাদেশ ১০০ নম্বরের মধ্যে ৯১.৫ নম্বর পেয়ে এই তালিকার শীর্ষে আছে।
এই সংস্থা ১০টি সূচক এবং কর্মসূচির ওপর ভিত্তি করে বিভিন্ন দেশকে লাল, হলুদ, নীল ও সবুজ রঙের মর্যাদা দেয়। বাংলাদেশ পেয়েছে ‘সবুজ’। বাংলাদেশের সঙ্গে সবুজ রঙ পেয়েছে শ্রীলঙ্কাও।
ওই তালিকায় নেপাল রয়েছে ৩৯ এবং মালদ্বীপ ১৯ নম্বরে আছে। এই তালিকায় শিশুদের মাতৃদুগ্ধ করানোর ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে ভারত। প্রতিবেশী দেশটি আছে ৭৯ নম্বরে।
শিশুদের বুকের দুধ পান করানোর ক্ষেত্রে কোন দেশ কেমন অবস্থানে আছে তা দেখার জন্য ২০০৪ সালে এই সমীক্ষার কাজ শুরু করে ডব্লিউবিটিআই নামের এই সংস্থা।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।