শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মাছির উপদ্রব থেকে বাঁচার উপায়

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২১, ০৩:৫৬

মাছির উপদ্রব থেকে বাঁচার উপায়

প্রত্যেকের বাড়িতেই কমবেশি মাছির উপদ্রব থেকেই থাকে। মাছি যে শুধু বিরক্তির কারণ তা নয় আমাদের স্বাস্থ্যের জন্যও এটা ক্ষতিকর। মাছি ব্যাকটেরিয়া এবং নানা ক্ষতিকর জীবাণু বহন করে থাকে। মাছিই খাবারের ওপরে বসলে সেই খাবার গ্রহণের ফলে শরীরে ব্যাকটেরিয়া ও জীবাণু সংক্রমণ হতে পারে।

বিভিন্ন ধরনের খাবার যেগুলোতে শর্করা বেশি থাকে; মাছি এমন খাবারে বেশি আকৃষ্ট হয়। অতিরিক্ত পাকা বা পচা ফলে বসে মাছি। ঘর থেকে মাছি দূর করার সবচেয়ে কার্যকরী উপায় হল ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মাছির উপদ্রব থেকে বাঁচা। রোগ, জীবাণু বহনকারী এই পতঙ্গের উৎপাত থেকে মুক্তির আরও কিছু কৌশল আছে। চলুন তা জেনে নি -

- ফল ও শাক-সবজি ভালোভাবে ধুয়ে রাখুন। খাওয়া বা রান্নার আগে দু-তিনবার ধুয়ে নিতে হবে। নষ্ট হয়ে যাওয়া শাক-সবজি দ্রুত ফেলে দেন। ঘরে বেশি পাকা ফল থাকলে; তা দ্রুত খেয়ে ফেলুন। সামান্য পচন ধরলেও বাড়িতে না-রেখে তা ফেলে দিন। অধিক পাকা ফল মাছিদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে।

- বাড়ির বাইরে আবর্জনার স্তূপ থাকলে তা ঢেকে রাখুন। ঘন ঘন আবর্জনা সরিয়ে ফেললে মাছির উপদ্রব কমে যায়। মাছি এই আবর্জনার স্তূপেই ডিম পাড়ে। তাই আবর্জনা জমতে না-দেওয়াই ভালো।

- রান্নাঘর পরিষ্কার রাখুন। ফ্রিজের নীচে ও এর আশপাশে পরিষ্কার রাখুন। রান্নাঘরে গ্যাস ও ওভেন পরিষ্কার রাখুন। এ ছাড়াও বাসন মাজার ভেজা স্পঞ্জ, ঘর মোছার কাপড়, রান্নাঘর থেকে দূরে রাখুন। ফলের রস বা কৃত্রিম রং ও গন্ধযুক্ত খাবারের পাত্র সঙ্গে সঙ্গে ধুয়ে নিন।

- মাছি দূর করা ও মেরে ফেলার অন্যতম কার্যকর উপায় হলো কাগজের চোঙা। একটি লম্বা জলের পাত্র বা ফুলদানিতে যেকোনো তরল পদার্থ ভরে নিন। এরপর কাগজ দিয়ে চোঙা বানিয়ে ওই পাত্রে রাখুন। তরল পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে মাছি কাগজের চোঙা দিয়ে ভিতরে ঢুকবে। তবে বেরিয়ে আসতে পারবে না। মাছি বংশবিস্তারের স্থানে এমন ফাঁদ পাতুন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: মাছি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top