ত্বকের যত্নে লেবুর খোসা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ০০:৫৬

লেবুর রস এর মতো লেবুর খোসাও অনেক উপকারী। আর এর উপকারিতা শুধু যে ত্বকেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। রূপচর্চায়ও ব্যাপক ভূমিকা রাখে লেবু।
বিউটিশিয়ানদের মতে, লেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে বিশেষ ফেসপ্যাক তৈরি করা যেতে পারে। তাই চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে এই ফেসপ্যাক -
- এক চামচ করে পাতি লেবুর খোসার গুঁড়ো, চন্দন গুঁড়ো এবং অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি সারা মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেসপ্যাক সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহার করুন।
- ত্বকের সানট্যান দূর করতে লেবুর খোসা ও টকদইয়ের ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন। লেবুর খোসার গুঁড়ো ও ১-২ চামচ টকদই মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এরপর ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
- ত্বকের উজ্জ্বলতা ও কালচে ছোপ দূর করতে ব্যবহার করুন পাতি লেবুর খোসার গুঁড়ো, দুধ ও বেসনের ফেসপ্যাক। সবগুলো উপকরণ মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এতে ত্বকে জমে থাকা মৃত কোষ দূর হবে। এই ফৈসপ্যাক ব্যবহারে ত্বকের বলিরেখাও দূর হয়। সপ্তাহে অন্তত ৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করুন।
- এ ছাড়াও লেবুর খোসার গুঁড়ো ত্বকে ফেস ওয়াশের মতো ব্যবহার করতে পারেন। এতে ত্বকের ময়লা দূর হবে সহজেই। যদি লেবুর খোসা গুঁড়ো করতে না পারেন তাহলে তাজা খোসা ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন।
লেবুর খোসা মুখে ব্যবহারের ফলে ত্বক পাবে প্রয়োজনীয় ভিটামিন সি এবং ফাইবারসহ একাধিক উপকারী উপাদান। লেবুর খোসার গুঁড়ো ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা তো বাড়েই; দূর হয় সঙ্গে দাগ-ছোপ। সেই সাথে ত্বককে করে নরম।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ত্বকের যত্নে লেবুর খোসা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।