অতিরিক্ত অনলাইন শপিং মানসিক রোগ
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৭
কেনাকাটা করা মানুষের শখ। নিজের পছন্দের জিনিসটি ঘরে বসে কিনতে চায় অনেকেই। কিন্তু এই অনলাইন কেনাকাটা যদি হয় মাত্রাতিরিক্ত তাহলেই বিপদ।
আধুনিক যুগে অনলাইন শপিং সারা পেয়েছে ব্যাপকভাবে। ঘরে বসেই নিজের মনের মতো পণ্য কিনতে পারায় অনেকে অনলাইন শপিং-এ হচ্ছে আসক্ত। এই সমস্যাটি ছেলেদের তুলনায় মেয়েদেরই বেশি।
গবেষণা বলছেন, যারা এভাবে অনেক কেনাকাটা করেন তারা আসলে মানসিক বিকারগ্রস্ত। অনেকে ডিপ্রেশনের শিকার। এই ধরনের রোগকে বলা হয় বাইং-শপিং ডিসঅর্ডার।
আন্তর্জাতিক রোগ বিন্যাস কেন্দ্র, ১২২ জনের উপর জরিপ চালিয়েছেন যারা বেশির ভাগই সর্বদাই অনলাইন কেনাকাটায় ব্যস্ত থাকেন। জরিপে দেখা গেছে কোথাও গিয়ে তারা বড় একা। মূলত নিজেদের ব্যস্ত রাখতেই তারা এই কেনাকাটা করে থাকে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের রোগীদের কাউন্সেলিং করানো উচিত এবং প্রয়োজন পরিবারের সহযোগিতা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।