খাওয়ার পর গোসলে হতে পারে মারাত্মক বিপদ!

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৪০

খাওয়ার পর গোসলে হতে পারে মারাত্মক বিপদ!

অনেকে সময় বাঁচতে গোসলের আগে খেয়ে নেন। আবার অনেকেই অলসতার কারণে একেবারে দুপুরে খাওয়া-দাওয়া সেরে গোসলে যান। এতে শরীরের ক্ষতি হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক কী কী শারীরিক অসুবিধা হতে পারে-

  • খাওয়ার পর স্বাভাবিক ভাবেই শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। এতে শরীরের হজম প্রক্রিয়া শুরু করার জন্য বেশি মাত্রায় রক্ত চলাচল শুরু হয়। এতে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। ভরা পেটে সেই অনুভূতি খুব একটা সুখকর হয় না।
  • খাওয়ার পর গোসল করলে শরীর বিভ্রান্ত হয়ে যেতে পারে। হজম প্রক্রিয়া ধীরে হয়ে যাওয়ার কারণে শরীরে ক্লান্তি আসতে পারে।
  • যদি বেশি ফ্যাট বা রিফাইন করা কার্বোহাইড্রেট বা অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার খাওয়ার পর গোসল করেন, তা হলে হজম প্রক্রিয়া আরও ধীর হয়ে গিয়ে পেটে গ্যাস হতে পারে।
  • অন্যদিকে হালকা গরম পানিতে গোসল করলে শরীরে ‘হাইপারথার্মিক অ্যাকশন’ হতে পারে। এর ফলে শরীরের তাপমাত্রা এক বা দুই ডিগ্রি বেড়ে যেতে পারে। তাতে অবশ্য একদিক দিয়ে শরীরের ভালোই হয়। শরীরে প্রতিরোধ শক্তি কাজ করা শুরু করে, স্নায়ু ব্যবস্থা রিল্যাক্স হতে সাহায্য করে এবং শরীরে ঘামের গ্রন্থিগুলো কাজ করে। তাই শরীরের দূষিত পদার্থগুলি বেরিয়ে যায়।

এত সব ঝামেলা না করে তাই খাওয়ার অন্তত ২০ মিনিট পর গোসল করা উচিত বলে জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্টরা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top