অরেঞ্জ কেক তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০৩:৪১

শীতে কমলা বেশি পাওয়া যায়। ভিটামিন সি যুক্ত এই ফল আমাদের সুস্থতার জন্য সহায়ক। কমলা দিয়ে কিন্তু নানা পদের সুস্বাদু খাবারও তৈরি করা যায়। অরেঞ্জ কেকও তেমনই একটি খাবার। এর সুঘ্রাণ ও স্বাদ পছন্দ হবে সবার। বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন এই কেক। চলুন জেনে নেওয়া যাক অরেঞ্জ কেক তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে:
- ডিম- ৩টি
- কমলার রস- ৪ টেবিল চামচ
- ময়দা- ১ কাপ
- চিনি- ১ কাপ
- তেল- ১ টেবিল চামচ
- দুধ- ১ টেবিল চামচ
- বেকিং পাউডার- ১ চা চামচ
- অরেঞ্জ এসেন্স- ১ চা চামচ
- লবণ- ১ চিমটি
- কমলার খোসা কুচি- আধা কাপ
- অরেঞ্জ ফুড কালার- ১ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন:
ডিম ফেটিয়ে নিন। এরপর তাতে কমলার রস, কমলার এসেন্স, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মেশান। এবার তাতে দুধ, বেকিং পাউডার, ময়দা একসঙ্গে মিশিয়ে দিন। এরপর তেল ও ফুড কালার দিয়ে ভালো করে বিট করুন। বিট করা হলে তাতে কমলার মিশ্রণ দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিন। কেক তৈরির মোল্ডে তেল ব্রাশ করে মিশ্রণ ঢেলে দিন। এবার ১৮০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ৪০ মিনিটের জন্য কেক বেক করুন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু অরেঞ্জ কেক।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: অরেঞ্জ কেক orange cake
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।