স্ট্রবেরি জ্যাম তৈরি রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০৪:১২

সকালের নাস্তায় ব্রেডের সাথে জেলি খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি খাবার। বাজারের জ্যাম বা জেলিতে নিম্নমানের রং বা ক্ষতিকর ক্যামিকেল মেশানোর নিউজ আমরা প্রায়ই দেখে থাকি। পরিবারের সবার স্বাস্থ্যের কথা ভেবে আমরা কিন্তু বাসাতেই জ্যাম বানিয়ে নিতে পারি। স্ট্রবেরি তো আমাদের সবার পছন্দ। স্ট্রবেরি দিয়ে জ্যাম বানানো যেমন সহজ, তেমনি ব্রেডের সাথে খেতেও মজা লাগে। চলুন, স্ট্রবেরি জ্যাম বানানোর পুরো রেসিপিটি জেনে নেই।
উপকরণ:
- ফ্রেশ স্ট্রবেরি- ৫০০ গ্রাম
- লেবুর রস- ২০ গ্রাম
- চিনি-৩০০ গ্রাম
প্রস্তুত প্রণালী:
প্রথমে স্ট্রবেরিগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার চুলায় একটি প্যানে স্ট্রবেরিগুলো দিয়ে হালকা আঁচে জ্বাল দিতে থাকুন। সামান্য পানি দিতে পারেন।
কিছুক্ষণের মধ্যেই এটা গলে যেতে থাকবে। স্ট্রবেরি মেল্ট হওয়ার সময়ে চিনি দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়তে হবে যেন পুড়ে না যায়। চিনি দেয়ার পরই স্ট্রবেরি থেকে বের হওয়া রস বা পানিতে আঠালো ভাব চলে আসবে।
ভালো করে মিশ্রণটি নাড়তে থাকুন। একদম ঘন হয়ে আসলে লেবুর রস দিয়ে চুলা বন্ধ করে দিন। ঠাণ্ডা করে একটি কাঁচের জারে তুলে রাখুন। তারপর এটাকে ফ্রিজে রেখে দিন।
স্ট্রবেরি জ্যাম রেডি! দেখলেন তো, অল্প কিছু উপকরণ দিয়ে, কোন রং বা প্রিজারভেটিভ ছাড়াই দারুণ স্বাদের জ্যাম বানিয়ে নেওয়া যায়। এটা ফ্রিজে ১সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: স্ট্রবেরি জ্যাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।