কুষ্টিয়ায় ৮ পুলিশ চাকুরিচ্যুত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৩:০০

কুষ্টিয়া থেকে:

ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় কুষ্টিয়া জেলায় কর্মরত ৮ পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

চাকরিচ্যুতদের মধ্যে দু’জন উপপরিদর্শক, দু’জন সহকারী উপপরিদর্শক এবং বাকিরা কনস্টেবল। তাছাড়া এক সার্জেন্টসহ দু’জনের বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, বর্তমান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত দায়িত্ব নেয়ার পর মাদকের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের পাশাপাশি পুলিশে কারা কারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত সেটাও খুঁজে বের করার নির্দেশ দেন।

পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপস নয়’। আইজিপিও মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ ডিপার্টমেন্টে কোনো মাদক সেবনকারী থাকতে পারবে না।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top