শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

খুলনা বিভাগে একদিনে করোনায় মৃত ৩৪ জন

খুলনা থেকে | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০০:০০

খুলনা বিভাগে একদিনে করোনায় মৃত  ৩৪ জন

গেল ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭৯৩ জন। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আট জন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে ৭জন, ঝিনাইদহে ৫জন, চুয়াডাঙ্গায় ২জন, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।

খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৩৬১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৭৭১ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: খুলনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top