খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয়েছে আরও ৪৭ জনের
খুলনা থেকে | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ২২:২০
খুলনা বিভাগে গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৪৭ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের। খুলনার চার হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।
এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনায় ৮ জন ও করোনার উপসর্গে ৪ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় একজন, যশোরে ৪ জন, নড়াইলে ১ জন, মাগুরায় ৩ জন, ঝিনাইদহে ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন ও মেহেরপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: খুলনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।