খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৫২ জনের
খুলনা থেকে | প্রকাশিত: ২০ জুলাই ২০২১, ০১:৪১
করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ৫২ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জনের। এ পর্যন্ত এই বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। আর আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৭ জনের।
সোমবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ জুলাই দুপুর ১২টা থেকে ১৯ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৫২ জন মারা যান।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, মেহেরপুরে পাঁচ জন, ঝিনাইদহে তিন জন, বাগেরহাট, মাগুরা ও নড়াইলে দুজন করে এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: খুলনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।