যশোরে উপ-নির্বাচন: প্রতিপক্ষের হামলায় নৌকার কর্মী নিহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১৭:২৫

যশোর থেকে:

যশোরের বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদের উপ-নির্বাচন নিয়ে সংর্ঘষে প্রতিপক্ষের হামলায় খালিদুর রহমান টিটো নামে নৌকা প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বুধবার(৯ ডিসেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টিটো বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের মুন্তাজ উদ্দিনের ছেলে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর সমর্থক খালিদুর রহমান টিটোকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীন মোহাম্মদ দিলু পাটোয়ারির সমর্থকেরা।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top