হরিণাকুণ্ডতে ডিজিটাল দিবস উপলক্ষে সেমিনার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

ঝিনাইদহ থেকে:

চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শীর্ষক প্রতিপাদ্যের ওপর আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসাইন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী।

সেমিনারে অন্যান্যের মধ্যে হরিণাকুণ্ড থানার পরিদর্শক (ওসি) আব্দুর রহিম মোল্লা, অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার মহিউদ্দিন আহম্মেদ, সহকারী প্রোগ্রামার ওয়াশিকুর রহমান, প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, শিক্ষার্থী আরিফ আনজুমসহ আরও অনেকেই বক্তব্য দেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top