ধর্ষক মজনুর যাবজ্জীবন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৮:৪৬
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলায় ধর্ষক মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার। এই রায় ঘোষণা করেন।
১৩ কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ হলো। এর আগে বৃহস্পতিবার সকালে আদালতে আনা হয় মামলার একমাত্র আভিযুক্ত আসামি মজনুকে।
গত ৮ জানুয়ারি মামলার মজনুকে গ্রেফতার করে র্যাব। ১৬ জানুয়ারি ধর্ষণের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয় অভিযুক্ত।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামলে মজনু তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। ধর্ষণের ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে। বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচি পালন করে।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।