রোহিঙ্গা গণহত্যা বিচার: হেগের আদালত ‘বাংলাদেশে’ স্থানান্তরের আবেদন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:০২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো জাতিগত গণহত্যায় বিচারকাজ চলমান রয়েছে। ইয়াঙ্গুনের বিরুদ্ধে চলমান এই বিচারকাজ হেগের পরিবর্তে অন্য কোনো দেশে, বিশেষ করে বাংলাদেশে আদালত বসিয়ে করার জন্য একটি আবেদন করা হয়েছে।

রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এমন তিনটি ভিক্টিম সাপোর্ট গ্রুপের আইনজীবীরা  এমন দেশে শুনানির অনুরোধ করেছেন, যেটা নিপীড়িত রোহিঙ্গাদের কাছাকাছি কোনো দেশ হবে। গত মাসে এ আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসি বাংলা জানাচ্ছে, এই প্রথম এরকম কোনো উদ্যোগ নেয়া হল, যেখানে ভিক্টিম বা নির্যাতিতদের শুনানির জন্য আদালতকেই অন্য কোনো দেশে বসানোর আবেদন জানানো হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আইসিজের তিন নম্বর `প্রি ট্রায়াল চেম্বার‌’ আদালতের রেজিস্ট্রি বিভাগকে হেগ থেকে অন্য কোনো দেশ, যেমন বাংলাদেশে আদালতের কার্যক্রম সরিয়ে নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়ে আগামী ২১শে সেপ্টেম্বরের আগেই এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে রোহিঙ্গা হত্যা ও ধর্ষণে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন মিয়ানমারের দুই সেনা এবং তারা হেগে অবস্থান করছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারকে নিয়ে চলমান তদন্তে এ দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top