মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সংবিধানে গণভোট ফেরত, তত্ত্বাবধায়ক বিতর্কে নতুন আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১৬:৩২

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের যে সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকার ২০১১ সালে সংবিধানে যোগ করেছিল, সেই সিদ্ধান্তের কিছু অংশ এখন বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায়—১৩৯ পৃষ্ঠার এই রায়ে বলা হয়েছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা, ৭ক, ৭খ, ৪৪(২), এমনকি ১৪২ অনুচ্ছেদে গণভোট বাতিলের অংশটিও সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

২০১১ সালের ৩০ জুন—আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে এই পঞ্চদশ সংশোধনী আইন পাস করে, যেটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়। কিন্তু হাইকোর্ট বলছে—এই সিদ্ধান্ত পুরোপুরি সাংবিধানিক ছিল না।

রায় অনুযায়ী, পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল নয়, তবে বিতর্কিত ধারাগুলোর বৈধতা নেই। বাকি অংশ ভবিষ্যৎ জাতীয় সংসদ চাইলে জনগণের মতামত নিয়ে পরিমার্জন করতে পারবে। এই সংশোধনী চ্যালেঞ্জ করে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন, যার পরিপ্রেক্ষিতে এই রায়।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো—গণভোট ফেরত এসেছে সংবিধানে। যেটা ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীতে যুক্ত হলেও, পঞ্চদশ সংশোধনীতে তা বাদ দেওয়া হয়েছিল।

এই রায় কি রাজনৈতিক সমীকরণে বড় বদল আনবে? তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কি আবার আলোচনায় আসবে? সমাধান কি হবে আইন প্রণয়ন, নাকি নতুন বিতর্কের জন্ম?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top