বৃহঃস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

রক্তাক্ত জুলাইয়ের বিচার শুরু, কাঠগড়ায় শেখ হাসিনা—ট্রাইব্যুনাল বলছে: বিচার চলবেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১৫:৫৯

ছবি: সংগৃহীত

২০২৪ সালের সেই রক্তাক্ত জুলাই। ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান অর্ধশতাধিক সাধারণ মানুষ। এই ভয়াবহ ঘটনার বিচারকাজ এখন এক ঐতিহাসিক মোড়ে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ১০ জুলাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন। এর মাধ্যমে শুরু হলো তাদের বিরুদ্ধে সম্পূর্ণ বিচারিক কার্যক্রম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাজির থাকলেও, আদালত জানিয়ে দেয়—পলাতকদের অনুপস্থিতিতেই বিচার চলবে।

এই মামলায় ৫টি অভিযোগ আমলে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে গণহত্যা, গুম, নির্যাতন ও সংগঠিত রাষ্ট্রীয় সহিংসতা। চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলছেন—এই বিচার শুধু একটি ব্যক্তির নয়, বরং পুরো জাতির রক্তস্মৃতির জবাবদিহি।

এদিকে শেখ হাসিনার পক্ষে দাবি করা হচ্ছে—এটি রাজনৈতিক প্রতিশোধমূলক মামলা। তবে ট্রাইব্যুনাল বলেছে, অভিযোগ প্রাথমিকভাবে যথেষ্ট, বিচার চলবেই। আসামিদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। তিনি কারাগার থেকেই বিচার কার্যক্রমে অংশ নিচ্ছেন। এই বিচার কি বদলে দেবে ইতিহাসের গতিপথ? শুরু হলো সেই অধ্যায়, যার শেষ কোথায়—তা জানে না কেউই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top