সিনোফার্মের আরও ১০ লাখ টিকা এলো দেশে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০৮:৫৬

সিনোফার্মের আরও ১০ লাখ টিকা এলো দেশে

চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা করোনাভাইরাসের ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. শামসুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মোট ৩০ লাখ ডোজ আসবে। এর মধ্যে ১০ লাখ ডোজ রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছেছে। রাত একটা এবং তিনটায় আরও দুটি ফ্লাইটে বাকি ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে।

এর আগে, গত ২ জুলাই বাংলাদেশের কেনা সিনোফার্মের করোনা টিকার ১০ লাখ ডোজের প্রথম চালান দেশে আসে। এর পরদিন আসে আরও ১০ লাখ ডোজ টিকা।

সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এছাড়াও চীন সরকার বাংলাদেশকে ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। পাশাপাশি দেশটি আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top