দেশে করোনা পরিস্থিতি
করোনায় আরও ২১৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২১, ০৬:১০
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ১২৬ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করে ৪৫ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২২.৪৬।
উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫৪ জন, রাজশাহী বিভাগের আটজন, খুলনা বিভাগের ২৮ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ২২ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং ১০৮ জন নারী। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৬২৫ জন এবং নারী সাত হাজার ৯৯৮ জন। মৃতদের ১৭৮ জন সরকারি হাসপাতালে, ৩৪ জন বেসরকারি হাসপাতালে এবং তিনজন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।