দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৯২ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ০৩:০৫
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯২ জন রোগীর মধ্যে ঢাকাতে ১৬২ জন এবং ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ৩০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯২২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪৩ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ১৭৯ জন রোগী ভর্তি রয়েছেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।