শিগগিরই মূল্য কমবে পেঁয়াজের!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০৮:৫৯
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর শিগগিরই পেঁয়াজের মূল্য কমবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং দুর্গাপূজার কারণে পরিবহন সংকটের কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আরও এক মাস পর্যন্ত চাপ থাকবে। তবে আমরা চেষ্টা করছি, অন্য সোর্স থেকে পেঁয়াজ আনার জন্য। তবে শুল্ক প্রত্যাহারের জন্য একটা আবেদন করা হয়েছে। সেটা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সেটা আমরা পাইনি।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মন্ত্রী জানিয়েছেন, বিশেষ করে ৩/৪টি পণ্যের দাম বেড়েছে। যেটা আমাদের আমদানি নির্ভর। সেটা আন্তজাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে আমাদের দেশেও দাম বেড়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: পেঁয়াজ পেঁয়াজের মূল্য দুর্গাপূজা ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।