রাতে এসেছে সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ২০:৪৭

রাতে এসেছে সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা

চীনের সিনোফার্মের টিকার আরও ৫০ লাখ ডোজ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার চালান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে জানান, 'রাত ১টার দিকে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় আসে। স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তারা এই টিকা গ্রহণ করেন।'

এর আগে ৩১ আগস্ট দেশে আসে চীনের সিনোফার্মের বিবিআইবিপি-করভি টিকার ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ ডোজ। চুক্তির পর দেশে আসা এটাই ছিল চীনের সবচেয়ে বড় টিকার চালান। কেনার পাশাপাশি চীন থেকে উপহার ও কোভ্যাক্সে কর্মসূচির মাধ্যমেও ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top