ব্যয় বাড়ল বড়পুকুরিয়ার ৪০০ কেভি লাইন প্রকল্পে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ২২:০৪
৭৩০ কোটি টাকা ব্যয় বাড়ল বড়পুকুরিয়ার ৪০০ কেভি লাইন প্রকল্পে। অতিরিক্ত দুই বছর মেয়াদও বেড়েছে প্রকল্পের।
প্রথম সংশোধনীর মাধ্যমে বর্তমানে প্রকল্পটির ব্যয় ৩ হাজার ৩২২ কোটি ৩৩ লাখ টাকা থেকে ৪ হাজার ৫২ কোটি ২৩ লাখ টাকা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও সংশোধনীতে দুই বছর বাড়িয়ে করা হয়েছে জুন ২০২৪ সাল পর্যন্ত।
প্রকল্পটি বাস্তবায়ন করছে বিদুৎ বিভাগের আওতাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড। তাদের ব্যর্থতার কারণেই প্রকল্পের মেয়াদ ও অর্থ বাড়ানো হলো।
প্রকল্পটি সংশোধনের কারণ হিসেবে বিদ্যুৎ বিভাগ বলেছে, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ এবং বে সম্প্রসারণ কার্যক্রম বিভিন্ন লটে বিভাজন করা হয়েছে। পরামর্শক সেবা খাতে অর্থায়নের উৎস, কাজের পরিধি পরিবর্তন ও ব্যয় হ্রাস করা, জনবলের বেতন-ভাতাদি খাতে ব্যয় বৃদ্ধি, পরিবহন, বিমা, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম এবং বৈদ্যুতিক স্থাপন খাতে ব্যয় হ্রাস, বৈদ্যুতিক সরঞ্জাম ও সার্ভে অঙ্গগুলোর ব্যয় বৃদ্ধি, আমদানি শুল্ক, ভ্যাট, কনটিনজেন্সি খাতে ব্যয় বৃদ্ধি এবং প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ২ বছর বৃদ্ধি পাওয়ায় সংশোধনের প্রয়োজন হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: বড়পুকুরিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।