কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর আদেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১২:৩৪

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নির্দেশ কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে পাঠানো হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানিয়ে, পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে—কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে নামাতে হবে।
দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনে যোগাযোগ করা হলে জানা যায়—এখনো সবাই আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন।
দূতাবাস সূত্র আরও জানায়, বিদেশে বাংলাদেশি দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল। নতুন নির্দেশে সেসব ছবি তাৎক্ষণিকভাবে নামাতে বলা হয়েছে।
এ বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন, মিশনগুলো থেকে ছবি সরানো হয়েছে কি না। ফলে বিদেশের কূটনৈতিক মিশনগুলোতে এখন আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকছে না— যা বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে নজিরবিহীন এক পদক্ষেপ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।