সিনোফার্মের দেড় লাখ টিকা আসছে বিকেলে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ০২:১২

সিনোফার্মের দেড় লাখ টিকা আসছে বিকেলে

চীন থেকে সিনোফার্মের আরও দেড় লাখ ডোজ টিকা মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেশে আসছে। বিকেলে টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির উপহারের টিকা চীন থেকে আসার তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ। তবে মোট কত ডোজ টিকা আসছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি।

উল্লেখ্য, বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা প্রদান করা হচ্ছে। সর্বশেষ সোমবার (২৫অক্টোবর) পর্যন্ত ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকাদান করা হয়। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top