দেশে ব্রিটিশ বিনিয়োগকারীদের বিনিয়োগে আহবান: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ২২:৫২
দেশের লাভজনক খাতগুলোতে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ব্রিটিশ বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম সম্ভাব্য সুফলের জন্য যথেষ্ট সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াকরণ, সমুদ্র অর্থনীতি, পর্যটন, জ্ঞানভিত্তিক হাই-টেক শিল্প, আইসিটি খাত বিদেশি বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। ব্রিটিশ বিনিয়োগকারীরা এগুলোর মধ্যে যে কোনো একটি এবং এর বাইরেও যে কোনো খাত বিনিয়োগের জন্য বেছে নিতে পারেন।
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা সব সুযোগ পাবেন, কোনো বাধা থাকলে আমি তা দেখবো।
লন্ডনে কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১: টেকসই প্রবৃদ্ধি অংশীদারিত্ব তৈরি ও রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।