সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠক বিকালে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০১:৫১
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবে লঞ্চ মালিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। ধর্মঘটে সারাদেশে অচল নৌপথ। টানা দু'দিন ঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি। এতে দুর্ভোগের শেষ নেই নৌপথে চলাচলকারীদের।
রবিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকরা বৈঠক করবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ সচিব ও বিআইডব্লিউটি উপস্থিত থাকবেন।
এর আগে, ডিজেলের দাম বাড়ানোয় ভাড়া বাড়ানোর দাবি করেন লঞ্চ মালিকরা। শনিবারের (৬ নভেম্বর) ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।