এবার বাড়ল লঞ্চের ভাড়া!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০৪:০৫
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এবার লঞ্চ ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
সোমবার (৮ নভেম্বর) প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এ ভাড়া সোমবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ৭ নভেম্বর বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লঞ্চ নৌ-পরিবহন প্রজ্ঞাপন জারি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।