রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০২:১৫
বাসে হাফ পাসের দাবিতে রাজধানীর ধানমন্ডি, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২ টায় রাজধানীর সাইন্সল্যাব মোড়ে হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, একই দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।