শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অবশেষে মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০৬:৩৫

অবশেষে মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

অবশেষে করোনাভাইরাস মহামারিতে মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৭৮ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন রোগী।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুসের সাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৯৪৬ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৯১ জনের নমুনা সংগ্রহে পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭টি। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top