চতুর্থ ধাপের ইউপি ভোটে ইভিএমের পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:২৩

চতুর্থ ধাপের ইউপি ভোটে ইভিএমের পরিপত্র জারি

২৬ ডিসেম্বর (রবিবার) চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অনুষ্ঠিতব্য ৮৩৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ৩৮টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

বুধবার (২২ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ইভিএমের বিশেষ পরিপত্র জারি করা হয়।

ইসি কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) কর্মকর্তারা সরেজমিন উপস্থিত থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সকল প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবেন। এছাড়া ভোটকেন্দ্রে ভোটগ্রহণ প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে যথাসময়ে রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করতে হবে।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top