পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২, ০২:৫৯

পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মবার্ষিকী শনিবার (০১ জানুয়ারি)। ১৯০৩ সালের এই দিনে ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের ছায়াঢাকা পাখি ডাকা নিঝুম পাড়া গাঁ তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে কবির জন্ম। তার বাবার নাম আনছারউদ্দীন মোল্লা, মায়ের নাম আমেনা খাতুন।
জসীম উদ্দীন একাধারে কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি, ১৯৭৬ সালে ২১শে পদকে ভূষিত হন।
১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই দিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিম গাছের’ তলায় তাকে দাফন করা হয়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পল্লীকবি জসীম উদ্দীন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।