শেষ হলো ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০০:১৫

শেষ হলো ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণা

ইতিমধ্যেই শেষ হয়েছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এখন বাকি ভোটগ্রহণ। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হবে ভোট। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে বন্ধ করতে হয় নির্বাচনী প্রচার কাজ। ফলে সোমবার (৩ জানুয়ারি) রাত ১২টা থেকেই শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। একই সাথে নির্বাচনী এলাকায় নেমেছে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো শুরু হয়েছে। অপরদিকে ৪৮ জেলার সব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য দেওয়া হয় এই নিষেধাজ্ঞা।

এ বিষয়ে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, মোটরসাইকেলের পাশাপাশি মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১২টা থেকে বুধবার (৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে সব যন্ত্রচালিত যান চলাচলও। তবে ইসির অনুমোদন নেওয়া গাড়ি এ নির্দেশনার বাইরে থাকবে। এছাড়া জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জানা গেছে, এ ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। বাকিগুলোতে ভোট হবে কাগজের ব্যালটে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top