ফের করোনা আক্রান্ত রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৫০
ফের মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলটি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিচ্ছেন।
এর আগে করোনার শুরুতে ২০২০ সালে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। সে সময়ে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।
ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় নিয়োজিত। ২০১৯ সালের ২৮ মে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত ৫০ নং নারী আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন রুমিন ফারহানা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: রুমিন ফারহানা করোনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।