বাংলাদেশ-সিঙ্গাপুরের সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ২৩:৫২
বাংলাদেশ ও সিঙ্গাপুর মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী বুধবার (১৬ ফেব্রুয়ারি) উদযাপিত হয়েছে। ১৯৭২ সালের ১৬ ফেব্রুয়ারি দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
বাংলাদেশের স্বাধীনতার পরপরই যে দেশগুলো স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে সিঙ্গাপুর অন্যতম। উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকুব পরস্পরকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ এবং প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুব তাঁদের বার্তায় দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে বিরাজমান সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। উভয় নেতা পরবর্তী ৫০ বছর ও দূর ভবিষ্যতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে দৃঢ় আস্থা ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবকে প্রেরিত বার্তায় বাংলাদেশের জনগণ এবং তাঁর নিজের পক্ষ হতে দুদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।