ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ১০:৩৬

ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বাস্থ্য অধিদপ্তর

করোনা সংক্রমণ সামাল দিতে পারলেও ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভা‌গের অপারগতা ও ব্যর্থতার কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, অনেকভা‌বে চেষ্টা ক‌রেও দেশে ডায়রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে না। বরং ক্রমান্বয়ে ডায়‌রিয়া রোগীর সংখ্যা বাড়‌ছে। আমরা করোনা সংক্রমণ মোকাবিলা করলেও ডায়রিয়া নিয়ে নাকাল হচ্ছি। প্রতি‌নিয়ত দেশময় বাড়‌ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এদের সেবা দি‌তে গি‌য়ে হিম‌শিম খা‌চ্ছে স্বাস্থ্য‌ সেবাখাতের মানু‌ষেরা।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য মহাপ‌রিচালক এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ডায়রিয়া বা কলেরা যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে দুবাই, কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার যে কথা র‌য়ে‌ছে; তারা তা বন্ধ করে দিতে পারে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top