রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জ মুক্ত দিবস: ৫২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ২১:৩০

গোপালগঞ্জ থেকে:

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। এছাড়া ৫২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ফেরদৌস জুটমিল প্রাঙ্গনে মিলের স্বত্ত্বাধীকারী নজরুল ইসলাম মাতুব্বরের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সংবর্ধনা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানা ডেপুটি-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ: রাজ্জাক গাজী।এ সময় বীর মুক্তিযোদ্ধা শফি চোকদার, ওমর আলী, আবু তালেব শেখ, যুবলীগ নেতা মিজানুর রহমান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৫২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট তুলে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এ দিকে এ দিবস উপলক্ষে বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মূলফটকের সামনে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালেপুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

পরে সভা কক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তারসভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা অংশ নেন। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর গোপালগঞ্জ শহর পাক হানাদার মুক্ত হয়। গোপালগঞ্জ মুক্ত হওয়ার আগে এই অঞ্চলে পাক হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মুখ যুদ্ধ হয়।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top