কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ০২:৩০
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুটের দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা।
মঙ্গলবার (৫ জুলাই) চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি জানান, খাসির লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুটের দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুটের দাম ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
চামড়ায় লবণ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করতে আহ্বান জানিয়ে টিপু মুনশি বলেন, আগামী জুমায় চামড়ায় লবণ দেওয়ার বিষয়টি যদি বলা হয়, তাহলে মানুষ সচেতন হবে।
উল্লেখ্য, গত বছর গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ঢাকায় ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা ছিল। অন্যদিকে, প্রতি বর্গফুট খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়া ছিল ১২ থেকে ১৪ টাকা ছিল।
বিষয়: পশুর চামড়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।