চামড়ার মান ঠিক রাখতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ২২:২১

চামড়ার মান ঠিক রাখতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার

চামড়ার গুণগত মান বজায় রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। সোমবার (১১ জুলাই) আমিনবাজার ও হেমায়েতপুরে চামড়ার আড়ত এবং সাভারের ট্যানারি শিল্প এলাকায় পরিদর্শন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

এ ছাড়াও বিসিক কর্তৃপক্ষের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার যৌথ একটি মনিটরিং টিম রাজধানীর পোস্তা এলাকার চামড়ার আড়তে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চামড়া ছাড়ানোর পর সংরক্ষণের জন্য ৪-৫ ঘণ্টার মধ্যে অবশ্যই লবণ দিতে হবে। না হলে এর মান কমে গিয়ে দামও কমে যায়। এতে দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে। তাই গুণগত মান ঠিক রাখতে যত দ্রুত সম্ভব ভালোভাবে লবণ লাগাতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই‌কে পরামর্শ দেন তিনি।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের সঙ্গে শিল্প সচিব জাকিয়া সুলতানা উপ‌স্থিত ছি‌লেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top