টিকিটের চড়া দাম; কমেছে বিদেশ ভ্রমণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ২৩:২৪
দফায় দফায় বাড়ছে ডলারের দাম। একই সঙ্গে বাড়ছে বিমানের টিকিটের দাম। অন্যদিকে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় ছুটিও ছিল কম। সব মিলিয়ে এবার ঈদে কম মানুষ বিদেশ ভ্রমণ করেছেন। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদে সাধারণত দেশীয় পর্যটকরা দেশের বাইরে কম যান। এছাড়া কয়েক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম ৮৫ টাকা থেকে ৯২ টাকা হয়েছে। এতে এবার ঈদে বিদেশে মানুষ কম গিয়েছেন। তবে প্রায়ই প্রত্যেকটা ফ্লাইটেই যাত্রী ফুল ছিল।
২০২০ সালের মার্চে করোনার প্রকোপ বেড়ে গেলে গত দুবছরে কোথাও যেতে পারেননি দেশের পর্যটকরা। গত ঈদুল ফিতরে নয় দিনের লম্বা ছুটিতে কমপক্ষে ১০ লাখ মানুষ দেশের বাইরে গেছেন বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। আর কোরবানির ঈদে তিন থেকে সাড়ে তিন লাখের মতো বাংলাদেশি পর্যটক দেশের বাইরে গেছেন। এর মধ্যে বেশির ভাগই গেছেন ভারতে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক সহ-সভাপতি ইফতেখার আলম বলেন, এবার ঈদে প্রত্যেকটা ফ্লাইটই ফুল গেছে। সড়ক পথেও প্রচুর মানুষ গেছে। আমাদের ধারণা প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ বিদেশে গেছে। করোনার পর গত রোজার ঈদে সব চেয়ে বেশি পর্যটক দেশের বাইরে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, কোরবানির ঈদে মানুষ একটু কম যায় দেশের বাইরে। আত্মীয়-স্বজনদের সঙ্গে কোরবানির সময়টা থাকতে চান। এছাড়া এবার উড়োজাহাজের ভাড়া বাড়তি। ডলারের দাম একধাপে সাত টাকা বেড়েছে, এটারও একটা প্রভাব পড়েছে। তারপরেও প্রচুর মানুষ দেশের বাইরে গেছেন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বিদেশ ভ্রমণ ডলার ঈদুল আজহা পর্যটক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।