দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০০:৫০
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ১৫৬ জনের।
এছড়া, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৬৩২ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬২২ জনসহ মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৯ হাজার ৩৫১ জনে।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৯ লাখ ৪ হাজার। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরেছেন ৫ কোটি ১৯ লাখ ৩ হাজার।
করোনায় সর্বাধিক আক্রান্ত ও মৃত্যুর শিকার দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত প্রায় ১ কোটি ৭১ লাখ ৪৩ হাজার, মৃত্যু ৩ লাখ ১১ হাজার ছাড়িয়েছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়: করোনা সংক্রমন করোনা শনাক্ত করোনা ভাইরাস করোনা পরিস্থিতি করোনা টেস্ট করোনায় মৃত্যু corona corona update corona virous corona test corona pandemic
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।