কোনও অরাজকতা, নাশকতা প্রশ্রয় দেবো না: র‍্যাব মহাপরিচালক

রায়হান রাজীব | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২, ০৭:৫০

র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন

র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে র‍্যাব ফোর্সের অভিযান অব্যাহত থাকবে। র‍্যাব কোনো ধরনের অরাজকতা, নাশকতা প্রশ্রয় দেবে না। দেশপ্রেম ধারণ করে র‍্যাবের প্রতিটি সদস্য আইনশৃংখলা রক্ষায় আত্মনিয়োগ করবে।

রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন র‍্যাবের নতুন মহাপরিচালক।

খুরশীদ হোসেন বলেন, সংস্কার র‍্যাবের বিষয় নয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি সরকার মোকাবেলা করেছে। র‍্যাবের কাছে যেসব প্রশ্ন করা হয়েছিল তার যথাযথ জবাব দেওয়া হয়েছে।

এসময় র‍্যাবের সংস্কারের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক।

এরআগে, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অপর্ণ করেন এম খুরশীদ হোসেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top