করোনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী
প্রয়োজন হলে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২১:২৪
প্রয়োজন হলে বাংলাদেশও যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বন্ধ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক। এনিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দেশে আপাতত লকডাউনের কোন পরিকল্পনা সরকারের নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, 'আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। যদি দরকার হয় তাহলে এই সংখ্যা আরও বাড়াবো। তবে এখন পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশের অর্থনীতিও ভালো অবস্থায় রয়েছে'।
প্রসঙ্গত, করোনাভাইরাসের বিশ্ব পরিস্থিতি অবনতির পথে। এরই মধ্যে যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের শনাক্ত হওয়ায় পরিস্থিতির আরও অবনতির দিকে। এরই মধ্যে ইউরোসহ ৪০টির বেশি দেশ যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করেছে।
এনএফ৭১/এনএম/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।