একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৫:০৫

অভিনেতা মাসুম আজিজ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে বলে জানান তাঁর স্ত্রী সাবিহা জামান।

অভিনেতা মাসুম আজিজের ছেলে উৎস জামান বলেন, আজকে সকাল থেকে বাবা লাইফ সাপোর্টে আছেন। এ বছরের শুরু থেকেই তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছিলো। কিন্তু গত মাস থেকে তার শরীরটা খারাপ। সেজন্য তখন একবার হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। তারপর কিছুটা সুস্থ হওয়ার পর বাসায় ফেরেন। কিন্তু এই মাসের শুরুর দিকে আবারও অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট দেখা দেয়। সে কারণে গত ৮ অক্টোবর আবারও তাকে হাসপাতালে ভর্তি করাই।

তিনি জানান, প্রথমে সাধারণ কেবিনে রাখা হয়েছিল মাসুম আজিজকে। তবে অবস্থা কিছুটা খারাপ হওয়ায় ১১ অক্টোবর থেকে তাকে আইসিইউ এবং আজ (১৩ অক্টোবর) সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

চিকিৎসকদের বার্তা জানিয়ে উৎস বলেন, ‘আসলে বাবার ফুসফুসে একটা ব্যাকটেরিয়াও সংক্রমিত হয়েছে। আবার কেমো থেরাপির কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে। ওই ব্যাক্টেরিয়ার কারণে ইনফেকশন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোনও অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তবুও ডাক্তাররা চেষ্টা করছেন। আজ সন্ধ্যা থেকে আরও কিছু চিকিৎসা শুরু করবেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, সপ্তাহখানেক ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজ। বৃহস্পতিবার সকালে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি বলেন, সকালে আমি হাসপাতালে গিয়েছিলাম। ভাবীর (মাসুম আজিজের স্ত্রী) সাথেও কথা বলে এসেছি। স্কয়ার হাসপাতালে চিকিৎসা তো অনেক ব্যয়বহুল। আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা যায় কিনা। স্কয়ারে চিকিৎসা চালাতে গেলে এত টাকা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে।

মঞ্চ ও টিভি নাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মাসুম আজিজ ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। ২০১৭ সালে তাঁর হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়।

এরআগে, ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে মাসুম আজিজ বলেছিলেন, চিকিৎসকরা আমাকে অভয় দিয়েছেন। কিন্তু লড়াইটা কঠিন। লড়াইটা চালিয়ে যাচ্ছি। ইনিশিয়াল স্টেজে রয়েছে জার্ম। এখন দেখা যাক, কী হয়।

অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তাঁর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। গহীনে শব্দ, এই তো প্রেম, গাড়িওয়ালাসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top